স্পোর্টস ডেস্কঃ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে অ্যাস্টন ভিলার কাছে হেরে বড় এক ধাক্কা খেল আর্সেনাল। রোববার (১৪ এপ্রিল) ঘরের মাঠে ভিলার কাছে ২-০ গোলে হেরে যায় গানাররা। তাতে ম্যানচেস্টার সিটিকে হটিয়ে টেবিলের শীর্ষে ওঠা হল না মিকেল আর্তেতার দলের।
ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে আর্সেনাল কোচ আর্তেতা বললেন, প্রথমার্ধেই ম্যাচ শেষ করে ফেলা উচিত ছিল তাদের। এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। তবে ভিলার ডিফেন্স ভাঙতে পারছিল না গাব্রিয়েল জেসুস-বুকায়ো সাকারা। ম্যাচের ৮৪তম মিনিটে এগিয়ে যায় ভিলা। লুকাস ডিগনের নিচু ক্রস পা লাগিয়ে ভিলাকে এগিয়ে দেন লিওন বেইলি। তার তিন মিনিট পর আরও এক গোল করে অ্যাস্টন ভিলা। তাতে আর্সেনালের হার নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ৮৭তম মিনিটে ভিলার হয়ে গোল করেন ওলি ওয়াটকিন্স। ভিলার কাছে ২-০ গোলে হারের ফলে টেবিলের শীর্ষে ওঠা হল না আর্সেনালের।
ম্যাচ শেষে গানারদের কোচ আর্তেতা বলেন, ‘খুব ভালো একটি দলের বিপক্ষে প্রথমার্ধে অসাধারণ খেলেছি আমরা, গোটা মৌসুমের সেরা পারফরম্যান্সগুলোর একটি ছিল তা। তিন-চার গোল করা উচিত ছিল, কিংবা আরও বেশি। কিন্তু আমরা পারিনি। দ্বিতীয়ার্ধে মোমেন্টাম বদলে যায়। আমরা নিয়ন্ত্রণ রাখতে পারিনি এবং প্রথমার্ধের পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখাতে পারিনি। খুব বাজে দুটি গোল হজম করে ম্যাচ হেরে গেছি আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post