স্পোর্টস ডেস্কঃ কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে হেরেই গেলো চেলসি। অ্যাওয়ে ম্যাচে মিডলসবরোর কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি হেরেছে ১-০ গোলে। এই ম্যাচে মাঠে নামার আগে মূল দলের ১২জন খেলোয়াড়কে পায়নি দ্বিতীয় বিভাগের দল মিডলসবরো। এরপরও জয় তুলে নিতে পেরেছে মাইকেল ক্যারিকের দল।
হারের পর চেলসি কোচ মরিসিও পচেত্তিনো নিজেদের ভুল স্বীকার করে বলেছেন, ‘আমরা প্রথমার্ধে কিছু ভুল করেছি, গোলের সুযোগ করে দিয়েছি। তারা আক্রমণাত্মক হয়ে ওঠার পর এবং খুব গভীর থেকে ব্লকিং করায় রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। তবে এখনো হাতে ৯০ মিনিট আছে।’ ২৩ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে ফিরতি লেগ।
মঙ্গলবার রাতে রিভারসাইড স্টেডিয়ামে ম্যাচের ৩৭তম মিনিটে মিডলসবরোর হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন হেইডেন হ্যাকনি। আজাইয়া জোনসের ক্রস থেকে বাঁপায়ের দুর্দান্ত শটে চেলসির জাল কাঁপান তিনি। ফিরতি লেগ হবে আগামী ২৩ জানুয়ারি, চেলসির মাঠে। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগেও ভালো করতে পারছে না মাওরিসিও পচেত্তিনোর দল। ২০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলে ১০ম তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post