স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করেছে ম্যানচেষ্টার সিটি। গতরাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়াস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনে।
দুই দলের ফাইনালের ভাগ্য এবার লেখা হবে ইতিহাদ স্টেডিয়ামে। ফিরতি লেগ সিটির মাঠে, প্রতিশোধের সুপ্ত বাসনায় আগামী বুধবার চেনা আঙিনায় মাঠে নামবে তারা। যার হুঙ্কার আগেই দিয়ে রাখলেন সিটির তারকা মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ।
নিজেদের মাঠে সিটিকে অপ্রতিরোধ্য মনে করেন গ্রিলিশ। তিনি বলেন, ‘ইতিহাদে আমরা অপ্রতিরোধ্য। এখানেও আমরা জয়ের জন্যই এসেছিলাম। জিততে না পারলেও এরকম একটি জায়গায় পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোতেই ফুটে উঠেছে আমাদের মানসিকতা কতটা শক্ত।’
এদিকে দ্বিতীয় লেগকে এখন ‘প্লে-অফ’ মনে করছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে এই স্প্যানিশ কোচ বলেন, ‘ইতিহাদে এখন দ্বিতীয় লেগের লড়াইটা প্লে-অফের মতো। কিছু ক্ষেত্রে আমরা রক্ষণে আরেকটু ভালো করতে পারি, আক্রমণ একটু ভিন্নভাবে করতে পারি। এরকম কিছু ব্যাপার ঠিকঠাক করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০