স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের শুরু থেকে বাংলাদেশের টপ অর্ডাররা সেভাবে আলো কাড়তে পারেন নি। গ্রুপ পর্বে আফগানিস্তান ও সুপার ফোরে পাকিস্তান ম্যাচ ছাড়া পঞ্চাশোর্ধ্ব ওপেনিং জুটি পায় নি টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসানও খুব একটা ধারাবাহিক ছিলেন না। তবে আসরে নিজেদের শেষ ম্যাচে দারুণ ব্যাট করেন বিশ্ব সেরা অলরাউন্ডার। ভারতের বিপক্ষে শুক্রবার ৮০ রানের ইনিংস খেলেন তিনি।
কলম্বোতে টস হেরে আগে ব্যাট করতে নেমে টপঅর্ডারে ধস দিয়েই ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ৫৯ রান পর্যন্ত যেতেই নেই ৪ উইকেট। এরপরই হাল ধরেন সাকিব-তাওহিদ হৃদয়। দুজনের ১০১ রানের জুটিতে ধাক্কা সামাল দেয় টাইগাররা। শেষ পর্যন্ত সাকিব খেলেন ৮৫ বলে ৮০ রানের ইনিংস। মারেন ৬ চার ও ৩ ছক্কা। এরপর বল হাতে ১০ ওভারে দুটি মেডেনসহ ৪৩ রানে পান ১ উইকেট। এর আগে সাকিবের পাশাপাশি ব্যাটিংয়ে ফিফটির দেখা পান তাওহিদ হৃদয়ও।
ম্যাচ শেষে সাকিব নিজের ব্যাটিং নিয়ে তৃপ্তির কথা শোনালেন। টিনি বলেন, ‘আমি এই এশিয়া কাপে তেমন ভালো ব্যাটিং করিনি। আজ যখন আমি আগেভাগে ক্রিজে গিয়েছিলাম, আমি ভেবেছি যে আমার হাতে অনেক সময় আছে ব্যাটিংয়ের জন্য। প্রথম বাউন্ডারিটি মারার সঙ্গে সঙ্গে আমি ভালো অনুভব করতে থাকি। তখন থেকে আমার মনে হয়, আমি ভালো ব্যাটিং করেছি। এটা একটা চ্যালেঞ্জিং উইকেট ছিল। বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটিং করা অবশ্য সহজ হয়ে পড়ে। তবে স্পিনের বিপক্ষে খেলাটা কঠিন ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০