স্পোর্টস ডেস্কঃ শেষ ওভারের রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। ৬ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ করল স্বাগতিকরা। রোববার রাতে শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০ রান। উইকেটে তখন অধিনায়ক ম্যাথ্যু ওয়েড। সঙ্গে রয়েছেন নাথান এলিস। তিনিও ভালো ব্যাট চালাতে পারেন। তবে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের দারুণ ইয়র্কারে জয় পায় সুর্যকুমার যাদবের দল।
প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি ওয়েড। তৃতীয় বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরের বলে আসে ১ রান। শেষ ২ বলে দরকার ছিল ৯। পঞ্চম বল বোলার সোজা খেলেন ন্যাথান এলিস। বল আর্শদিপের হাত ছুঁয়ে লাগে আম্পায়ারের গায়ে, তাই ১ রানের বেশি হয়নি। শেষ বলেও আসে ১ রানই। সব মিলিয়ে শেষ ওভারের চারটিই আর্শদীপ দিয়েছেন ইয়র্কার। তাতেই ঘুরিয়ে দাঁড়িয়ে রোমাঞ্চকর ম্যাচটা জিতে নিয়েছে ভারত।
ম্যাচ শেষে ভারতীয় পেসার আর্শদীপ বলেন, ‘ম্যাচের অনেকটা সময়, প্রায় প্রথম ১৯ ওভারে আমি ভাবছিলাম যে বেশি রান দিয়ে ফেলেছি এবং আমিই ম্যাচের অপরাধী হতে যাচ্ছি। সত্যি বলতে কি, আমার মনের মধ্যে কিছুই চলছিল না। সূর্য (অধিনায়ক সূর্যকুমার যাদব) ভাই আমাকে বলেছিলেন, যা ঘটার তা ঘটবেই। তবে ঈশ্বর আমাকে আরেকটি সুযোগ দিয়েছেন, নিজের ওপর বিশ্বাস রেখেছি আমি। ঈশ্বরকে ধন্যবাদ, আমি এটি ডিফেন্ড করতে পেরেছি। (কোচিং) স্টাফের পাশাপাশি যাঁরা আমার ওপর ভরসা রেখেছেন, তাঁদের ধন্যবাদ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post