নিজস্ব প্রতিবেদকঃ চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। টাইগারদের সাবেক অধিনায়ক কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই মাঠে নেমেছেন। একে তো নির্বাচনের কাজে ব্যস্ত, তার উপর কোনো অনুশীলন ছাড়াই ৮ মাস পর মাঠে নেমেছেন। পায়ে রয়েছে চোট সমস্যা।
মাঠে নেমে বোলিং করতে পারছেন না ভালোভাবে। প্রথম ম্যাচে ছোট রান আপে বোলিং করলেও, কোটা পূরণ করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে বোলিংই করেননি। দুই ম্যাচেই টানা হেরে আসর শুরু করেছে তার দল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফীর বিপিএল খেলা নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
আশরাফুল জানিয়েছেন, খেলার মতো পরিস্থিতিতে নেই মাশরাফী। ফিট না থেকেও, মালিকপক্ষের চাপের কারণে খেলছেন তিনি। যা বিপিএলকে ছোট করছে। একইসাথে একজন তরুণ ক্রিকেটারের জায়গাও নষ্ট হচ্ছে বলে মনে করেন আশরাফুল। রেজাউর রহমান রাজা খেললে, টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় আসতেন।
আশরাফুলের সেই কথা নিয়ে প্রশ্ন গেছে মাশরাফীর কাছেও। ম্যাশ জানিয়েছেন, সব জিনিস ব্যাখ্যা করা যায় না সব সময়। রাজার জায়গায় তিনি না খেললে, অন্য কেউ খেলতে পারত। তবে তার খেলাটা আদর্শ পরিস্থিতি না বলেও মানছেন তিনি।
রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফী বলেন, ‘সব জিনিস সব সময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি যেটা মনে করছি, আদর্শ পরিস্থিতি না (এভাবে খেলা)। আর কে খেললে ভালো হতো, এটা দলের বিষয়। ওকে (রেজাউর রহমান রাজা) না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারত, সেটা ভিন্ন জিনিস।’
‘কে খেললে ভালো হতো, এটা তো দল কারো সঙ্গে আলোচনায় বসবে না বা করবে না। কিন্তু যেটা আপনি বলছেন আদর্শ পরিস্থিতি হচ্ছে, ওইটাই হওয়া উচিত (তরুণদের খেলানো)।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post