স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকায় আজ বড় জয় পেয়েছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ড্র করা দলটি শনিবার সকালে দশজনের দলে পরিণত হওয়া প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন ভিনি। নিজের জন্য খেলেন না জানিয়ে এই ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘একটা কথা সব সময় বলি, আমি কখনো নিজের জন্য খেলি না। আমি খেলি দলের জন্য, ব্রাজিলের জন্য, দেশের জন্য। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সব সময় সেটা সম্ভব হয় না। আজ দারুণ একটি ম্যাচ খেলেছি। আমি যে স্তরের খেলোয়াড়, এটা জানি যে জাতীয় দলকে সহায়তা করতে আমাকে উন্নতি করতে হবে। এই দল ব্রাজিলকে তার যোগ্য স্থানে নিয়ে যেতে চায়।’
ভিনি আরও বলেন, ‘আমি যে পর্যায়ের ফুটবলার, আজকে সেই মানের ফুটবল খেলতে পেরেছি। এবং এটাও জানি, ব্রাজিল দলে অবদান রাখার জন্য আরও অনেক উন্নতি করতে পারি আমি। যে জায়গাটা ব্রাজিলের প্রাপ্য, সেখানে দলকে তুলে নিতে প্রতিদিন আরও কঠোর পরিশ্রম করতে পারি। সেই লক্ষ্য পূরণে, কোপা আমেরিকার শিরোপা জয়ের জন্য আরও পরিশ্রম করে যাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post