নিজের দুর্বলতা নিয়ে কাজ করে সফল ফখর

0
47

স্পোর্টস ডেস্কঃ রাওয়ালপিন্ডিতে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৩৬ রানের বিশাল পায় নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৯ বলে ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। টম লাথাম ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৯৮ রান করে আউট হন। চাদ বোয়েস ৫১ বলে ৫১ রান করেছেন।

রান তাড়ায় পাকিস্তান ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি তাদের রান তাড়া করে দ্বিতীয় বৃহত্তম জয়। ফখর জামান ১৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৪৪ বলে ১৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই বাঁহাতি প্রথম ম্যাচেও পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। ম্যাচ শেষে ৩৩ বছর বয়সী ফখর বললেন, অনুশীলনে সুনির্দিষ্ট কাজ করার ফসল পাচ্ছেন তিনি।

ফখর বলেন, ‘অনুশীলনে সাধারণত টেকনিক নিয়ে কাজ করি। নিজের দুর্বলতার জায়গাগুলো নিয়েও কাজ করি। ওয়ানডেতে আমি সাধারণত শুরুতে একটু সময় নেই। এরপর যখন বৃত্তের ভেতরে ৫ ফিল্ডার চলে আসে (পাওয়ার প্লে শেষে) তখন কাজটা সহজ হয়ে ওঠে। দল থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে শেষ পর্যন্ত টিকে থাকতে। আমি এটাই চেষ্টা করছি এবং দলের তাতে কাজে লাগছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here