স্পোর্টস ডেস্ক: জাতীয় দল নিয়ে সবারই আলাদা স্বপ্ন থাকে। তেমনি স্বপ্ন ছিলো অনুর্ধ্ব-১৯ ক্রিকেটেই তারকা বনে যাওয়া স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। যে স্বপ্ন পূরণ হতে চলেছে।
মিরাজ ছোট কাল থেকেই স্বপ্ন দেখতেন টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর। সেটাই হচ্ছে। অন্যান্য ক্রিকেটারদেরকে টেস্টর আগে একদিনের ক্রিকেট বা টি-২০ ক্রিকেট দিয়েই আসতে হতো আন্তর্জাতিক ক্রিকেটে।
মিরাজের তা হচ্ছে না। প্রথম টেস্টর চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন। এবার একাদশে সুযোগ পেলেই হয়ে যাবে স্বপ্ন পূরণ। টেস্ট ক্রিকেট দিয়ে শুরু হবে তার আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা।
মিরাজ জানালেন, ছোটবেলা থেকেই ক্রিকেটের সাথে সখ্য। সেই ছোটবেলা থেকেই ইচ্ছা ছিলো টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার। ক্রিকেটের সবেচেয়ে মর্যাদার ফরম্যাট টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হতে যাচ্ছে মিরাজের।
মনের ভেতরে লুকিয়ে রাখা স্বপ্নও পূরণ হতে চলেছে। সব টিক থাকলে সাদা পোশাকেই বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে মিরাজের। এ বিষয়ে সাকিব-তামিমদের এই অনুজ বলছেন, ‘সব সময়ই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার ইচ্ছা ছিলো আমার। সেই সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। দলে সুযোগ পেলে সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
ইংল্যান্ড দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান আছে। যাদের বিপক্ষে মিরাজ হতে পারেন খুবই কার্যকর। এ বিষয়টি বিবেচনায় নিয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। এছাড়া মিরাজের অনূর্ধ্ব-১৯ ও ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সও দেখা হয়েছে। যার ওপর আস্থা রাখা হচ্ছে সেই মিরাজও জানেন দলে তার কাজটা কি, ‘মূলত অফ স্পিনার হিসেবে আমি দলে এসেছি। তবে অন্যান্য বিভাগেও দলের জন্য অবদান রাখতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০