স্পোর্টস ডেস্কঃ নেপালের বিপক্ষে তানজিম হাসান সাকিবের আগুন ঝরা বোলিংয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে বাংলাদেশ। চার ওভারে মাত্র ৭ রান, ২টি মেডেন। প্রথম থেকে টানা চার ওভার। তার ক্যারিয়ার সেরা রেকর্ড চার উইকেট নিয়ে নেপালের কোমর ভেঙে দেন শুরুতেই।
সেন্ট ভিনসেন্টে সোমবার সকালে আগে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতায় ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর বোলাররা এনে দিলেন রেকর্ড গড়া এই জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে কম রান করে জেতার নজির নেই আর কোনো। চার ম্যাচে ৩ জয় নিয়ে সুপার এইটের টিকেট নিশ্চিত করেছে টাইগাররা। এই প্রথম বিশ্বকাপের এক আসরে তিন ম্যাচ জিতল বাংলাদেশ।
আজ সব মিলিয়ে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নেন পেসার সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেটি বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। আর ৪ ওভারে ঠিক ৭ রান দিয়ে মুস্তাফিজুর রহমানের শিকার ৩ উইকেট। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড স্পর্শ করেন দুজন। এদিকে দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন সাকিব। ম্যাচ শেষে তিনি জানান, নিজের পরিকল্পনা মাফিক বল করেই সফল হয়েছেন তিনি।
সাকিব বলেন, ‘আমরা সবকিছু স্বাভাবিক রাখতে চেয়েছিলাম। আতঙ্কিত না হয়ে ভালো জায়গাতে বল করার চেষ্টা করেছি। আমরা এই স্কোর (১০৬ রান) ডিফেন্ড করা নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। এই বোলিং আক্রমণ অসাধারণ। সবাই ভালো বল করেছে। মুস্তাফিজ ভাই ডেথ ওভারে চাপের মধ্যেই উইকেট মেডেন ওভার করেছে। আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিলাম এবং এটাতেই ফোকাস করেছি।’ এদিকে বাংলাদেশের বোলিং আক্রমণকে সাকিব বলেছেন ‘একেবারে সুন্দর’।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post