স্পোর্টস ডেস্ক:: গত বছরের ডিসেম্বরে সড়ক দূর্ঘটনার পর থেকেই ভারতীয় ক্রিকেটার ঋশভ পন্থের জীবন এলেমেলো হয়ে যায়। ক্র্যাচে ভর করে তাঁকে হাঁটতে হচ্ছিলো। হাসপাতালে ছিলেন দীর্ঘ দিন। সেই তিনি এবার নিজের পায়ে হাঁটলেন। সেরে উঠার বার্তা দিলেন।
ভারতের তরুণ এই তারকা মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মিস করেছেন আইপিএলের। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে ছিটকে গেছেন মাঠের বাইরে থেকে। আগামি বিশ্বকাপে নিশ্চিতই থাকতে ভারতের স্কোয়াডে। কিন্তুু এক দূর্ঘটনায় সব কিছু এলেমেলো করে দিয়েছে। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে তার যে জায়গা মিলবে না সেটা সহজেই বলা যায়। মিস করছেন এশিয়া কাপ।
ঋশভ পন্থ কবে মাঠে ফিরতে পারবেন? এ নিয়ে যখন আলোচনা হচ্ছিলো তিনি নিজেই তখন দিলেন দারুণ সুখবর। আর ক্রাচে ভর করে নয়, নিজের পায়ে নিজেই হাঁটছেন কোনো কিছুর সাহায্য ছাড়া। ইনস্টগ্রামে এক ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখান দেখা যায় ক্র্যাচে ভর করে এগিয়ে যাচ্ছেন। পায়ের নিচে ব্যান্ডেজ। কিছু দূর যাওয়ার পর সেই ক্রাচ একজনের দিকে ছুঁড়ে মারেন। এরপর নিজে নিজেই হেঁটে যান। যদিও তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে পোস্ট করা ভিডিওতে ঋশভ পন্থ লিখেছেন, ‘আর ক্রাচের দিন আর নয়।’ গত বছরের ৩০ ডিসেম্বর ব্যক্তিগত গাড়ি চালিয়ে নিজের বাড়ীতে ফেরার পথে ভয়ানক দুর্ঘটনার শিকার হয়ে ছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০