স্পোর্টস ডেস্কঃ উয়েফা ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করল রোমা। বায়ার লেভারকুসেনের বিপক্ষে দুই লেগের সেমিফাইনালে ১-০ গোলে এগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা। গতরাতে লেভারকুসেনের মাঠে সেমিফাইনাল ফিরতি লেগ গোলশূন্য ড্র করেছে তারা। তাতে প্রথম লেগের এক গোলই তাদেরকে ফাইনালের টিকিট এনে দিয়েছে।
জোসে মরিনহোর দলের বিপক্ষে বে অ্যারেনায় অনুষ্ঠিত একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি লেভারকুসেন। ঘরের মাঠে লক্ষ্যে ৬টি সহ মোট ২৩টি শট নেয় তারা, কিন্তু মাঠ ছাড়তে হয় ড্র নিয়ে। তাতে ইউরোপা লিগের ফাইনালে প্রথম উঠল রোমা। গত মৌসুমে উয়েফার তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগ জিতেছিল দলটি।
কোচিং ক্যারিয়ারে এ নিয়ে ষষ্ঠবার উয়েফা আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে উঠলেন মরিনহো। আগের পাঁচবারের মধ্যে পোর্তো ও ইন্টার মিলানকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পোর্তোকে নিয়ে ইউরোপা লিগ এবং রোমাকে কনফারেন্স লিগের ফাইনাল খেলেছিলেন। জিতেছেন সব কটিতেই। তবে ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো নিজে এসব নিয়ে একদমই ভাবতে নারাজ।
মরিনহো বলেন, ‘রোমার ইতিহাসের পাতায় জায়গা করা নিয়ে নিয়ে আমি ভাবছি না। এটা এই ছেলেদের উন্নতি করা, গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্জন করতে তাদের সাহায্য করার ব্যাপার। রোমার সমর্থকদেরও কিছু ফিরিয়ে দেওয়ার ব্যাপার, যারা প্রথম দিন থেকে আমাকে অনেক কিছু দিয়েছে। আরেকটি ফাইনালে খেলা খুবই আনন্দের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০