স্পোর্টস ডেস্কঃ জস হ্যাজেলউড-মিচেল স্টার্কের বোলিং তোপে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ওভারের আগে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এরপর দুই ওপেনারের অপরাজিত ফিফটিতে অস্ট্রেলিয়া জিতে গেল অনায়াসে। মঙ্গলবার কলম্বোতে অজিদের জয় ১০ উইকেটের বড় ব্যবধানে। তিন ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ১-০ তে।
অজিদের জয়ের ম্যাচে চোট পান দলের তারকা বোলার স্টার্ক। তবে তার চোটটি অদ্ভুত! নিজের জুতোর স্পাইকে আঘাত পান বাঁহাতি এই পেসার। মঙ্গলবার তাই মাঠেই চিকিৎসা নিয়েই খেলা চালিয়ে যেতে হয় স্টার্ককে। তবে আজ (বুধবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলা হচ্ছে না তার।
প্রথম টি-টোয়েন্টির ম্যাচসেরা জশ হ্যাজেলউড বলেন, ‘এটা এক অদ্ভুত ইনজুরি। তার বোলিং ফিঙ্গারে স্পাইকে কেটে যায়। সে এটাতে টেপ পেচিয়ে খেলতে পেরেছে কারণ ঘটনাটি ম্যাচেই ঘটেছে। তবে আজ তেমনটি হবার সুযোগ কম।’
৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৪টি উইকেট শিকার করেছেন হ্যাজেলউড। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ডানহাতি এই পেসার। এদিকে স্টার্কের ছিটকে যাওয়া বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় দুঃসংবাদ। এর আগেই আঙুল ফেটে ছিটকে গেছেন আরেক পেসার শন অ্যাবোট।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক*, মার্কাস স্টয়নিস, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০