স্পোর্টস ডেস্কঃ দলের প্রবল চাপে হার্দিক পান্ডিয়ার সঙ্গে দারুণ এক জুটিতে ম্যাচ ঘুরিয়ে দিলেন ঋষভ পান্ত। আগ্রাসী সেঞ্চুরি তুলে বেশ আগেভাগেই শেষ করে দিলেন ম্যাচ। তাতে ৫ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত।
ওভালে ১০ উইকেট প্রথম ওয়ানডে ম্যাচ জিতে সিরিজে ১-০ লিড নেয় ভারত। লর্ডসে ইংল্যান্ড ১০০ রানে ভারতকে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায়। এবার ওল্ড ট্র্যাফোর্ডে ৫ উইকেটে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বিরাট কোহলি-শিখর ধাওয়ানরা। ইংল্যান্ডের ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ২৬১ রান তুলে ম্যাচ জেতে।
১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৩ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন ঋষভ পান্ত। ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। পান্তের সঙ্গে পঞ্চম উইকেটে তার ১১৫ বলে ১৩৩ রানের জুটি গড়ে দেয় ব্যবধান। ২৬০ রানের লক্ষ্য সফরকারীরা পেরিয়ে যায় ৪৭ বল বাকি থাকতে।
মইন আলীর বলে পান্তকে স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন বাটলার। তখন ১৮ রানে খেলছিলেন পান্ত।এরপর পান্ডিয়ার সঙ্গে জমে ওঠে তার জুটি। দুই জনের দৃঢ়তায় এগিয়ে যায় ভারত। পান্ডিয়া ফিফটি করেন ৪৩ বলে। ম্যাচ শেষে নিজের ভুল আড়াল করলেন না ইংলিশ অধিনায়ক বাটলার।
বাটলার বলেন, ‘এমন খেলোয়াড়দের সুযোগ দিলে ওরা পালটা আঘাত হানবেই। হার্দিকেরও হাফ-চান্স মিস করেছি আমরা। আমাদের হাতে যা রান ছিল, তাতে (জিততে হলে) সব সুযোগ কাজে লাগাতে হতো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০