স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত। দিল্লিতে বুধবার আগে ব্যাট করে ২৭২ রান করে আফগানিস্তান। রান তাড়ায় রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৮ উইকেটের জয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৬৩ বলে সেঞ্চুরি করার পর ৮৪ বলে ১৩১ রান করে আউট হন এই ওপেনার। ১৬ চার ও ৫ ছক্কায় এই ইনিংস সাজান রোহিত। জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
৬৩ বলে সেঞ্চুরিতে পা রেখে রোহিত গড়েন বিশ্বকাপে ভারতের ব্যাটার হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। পেছনে ফেলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। এছাড়া এই খুনে ইনিংস খেলার পথে তিনি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন। অন্যদিকে ক্রিস গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার (৫৫৫) মালিক এখন রোহিত।
ইতিহাস গড়ার পরেও আবেগে ভাসতে রাজি নন রোহিত। ম্যাচের পর বলেন, ‘আমি রেকর্ড নিয়ে খুব একটা বেশি ভাবতে চাই না। দীর্ঘ পথ চলতে হবে। রেকর্ড করলে সব সময়ই ভালো লাগে। কিন্তু এখন নিজের রেকর্ডের কথা ভাবছি না। সেই সব ভাবতে গেলে মনঃসংযোগ নষ্ট হতে পারে। প্রতিযোগিতা মাত্র শুরু হয়েছে। আমার লক্ষ্য বিশ্বকাপ জেতা। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই। ফোকাস নষ্ট করা চলবে না। টান দুই ম্যাচ জিতে ভালো লাগছে।’
রোহিত আরও বলেন, ‘বিশ্বকাপে শতরান করা সব সময়েই আনন্দের। আমি ভালোই খেলছিলাম। খালি বড় রান পাচ্ছিলাম না। কিন্তু জানতাম, বড় রান আসবে। ব্যাটে বল ভাল আসছিল। তাই শুরু থেকে চালিয়ে খেলেছি। এটাই আমার খেলার ধরন। আমি আক্রমণাত্মক খেলতে ভালবাসি। সামনে যা আছে, সেখান থেকে দৃষ্টি সরালে চলবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০