স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান তো বটেই, দুনিয়ার সেরা ব্যাটারদের একজন এখন বাবর আজম। ব্যক্তিভাবে পারফর্ম করে যাচ্ছেন। দিনের পর দিন নতুন নতুন সব রেকর্ড আর মাইলফলকে নাম লেখাচ্ছেন। আইসিসির শীর্ষ ব্যাটারদের একজন তিনি। তবে দল হিসেবে তেমন কোনো সফলতা পাচ্ছে না পাকিস্তান।
তিন ফরম্যাটেই পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। এই তারকা পারফর্ম করতে পারলেও, দল পারফর্ম করতে পারছে না। যার জন্য বাবরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নিজের জন্যই খেলেন শুধুমাত্র। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাবর। জানিয়েছেন মাইলফলকের জন্য খেলতে নামেন না তিনি।
বাবর আজম বলেন, ‘আমি কখনোই ব্যক্তিগত মাইলফলকে মনোযোগ দেয়নি। সবসময় আমার লক্ষ্য থাকে দলের জন্য সেরাটা দেওয়া এবং এমন পারফরম্যান্স করা যাতে আমার দল জিতে। যখন সেই লক্ষ্য নিয়ে আপনি খেলবেন তখন এমনিতেই মাইলফলক অর্জন করবেন। সবসময় ইমপ্যাক্ট রাখার মতো পারফরম্যান্স দেয়াটা লক্ষ্য হওয়া উচিত। মাইলফলক আর রেকর্ড আসলে মানসিকতার উপজাত।’
পাক অধিনায়ক আরও বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। আমি যা চাই সব দেশের সাফল্যের জন্য। আমি কখনো কোনো একটা রেকর্ড বা অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দেয়নি। পারফরম্যান্স করলে এসব এমনিতেই আসে। আমার প্রধান লক্ষ্য সবসময় দেশের ম্যাচ এবং টুর্নামেন্ট জেতা। যেখানে আমার বলার মতো পারফরম্যান্স থাকবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post