স্পোর্টস ডেস্কঃ বার্সোনার জার্সিতে নিজের শততম ম্যাচ খেললেন পেদ্রি। গতরাতে জিরোনার বিপক্ষে মাইলফলকের ম্যাচে গোলও পেয়েছেন এই মিডফিল্ডার। তাঁর গোলে জিরোনাকে ১-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিল মজবুত করল কাতালানরা।
নিষেধাজ্ঞার কারণে ছিলেন না রবার্ত লেভানডফস্কি। তাঁর জায়গায় সুযোগ পান আনসু ফাতি। তবে স্প্যানিশ এই ফরোয়ার্ড জ্বলে উঠতে পারেন নি। রাফিনহাও ছিলেন নিজের ছায়া হয়ে। মাঝে ওসমান দেম্বেলে চোট পেয়ে মাঠ ছাড়েন প্রথমার্ধেই। তবে শেষ পর্যন্ত আর পয়েন্ট হারাতে হয় নি জাভি হার্নান্দেজের দলের। জয় সূচক গোল আসে পেদ্রির কাছ থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা আট ম্যাচ জিতল কাতালান দলটি।
ম্যাচের ২৫তম মিনিটে ধাক্কা খায় বার্সা। অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। বদলি নামা জর্দি আলবা ৬১তম মিনিটে দলের এগিয়ে যাওয়ায় রাখেন ভূমিকা। তাঁর শট ঠেকানোর চেষ্টায় পারেননি জিরোনা গোলরক্ষক, আলগা বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান তরুণ মিডফিল্ডার পেদ্রি।
৮৬ মিনিটে ডি বক্সে অরক্ষিত অবস্থায় থেকেও গোল করতে ব্যর্থ হন ইভান মার্তিন। ৯২ মিনিটে আবারও সহজ সুযোগ নষ্ট করে জিরোনা। ১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০