স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরিসংহে। তার ছোয়াতেই বদলে যাওয়া শুরু বাংলাদেশের। বাংলাদেশ একের পর এক জয় পেয়েছে তার অধীনেই। কিন্তুু টাইগার এই কোচ একদাশ গঠণে কখনো অন্য কিছুকে প্রাধান্য দিতেন না, খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়া।
তবে একজনের বেলায় মাঝে মধ্যে ভিন্নতা ঘটাতেন তিনি। নির্বাচকরা না চাইলেও জোর পূর্বক একাদশে রাখতে তার পছন্দের সেরা খেলোয়াড় সম্ভাবনাময় লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। নিজের পছন্দের সেরা খেলোয়াড়কে নিয়ে এবার হতাশা টাইগারদের কোচ।
জুবায়ের হোসেন লিখনের ২০১৪ সালের শেষের দিকে বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত খেলেছেন মোট ৬ টেস্ট, ৩ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি।
জুবায়েরের ব্যাপারে অনেকেই বলেছেন যে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাতুরুসিংহের অন্যতম পছন্দের খেলোয়াড় এই লেগস্পিনার। লিখনকে দলের জন্য কাজে লাগাতে তার পেছনে অনেক সময়-শ্রমই দেয়া হয়েছে।
কিন্তু লিখন সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি।মূলত এই কারণেই নিজের পছন্দের খেলোয়াড়কে নিয়েই চরম হতাশ বাংলাদেশ কোচ চান্দিকা হাতুরুসিংহে।
এদিকে ইংলিশদের বিপক্ষে চলতি মাসের ২০ তারিখ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। আর এই টেস্ট সিরিজ শুরুর পূর্বে স্কোয়াড নিয়ে অনেক আলোচনা চলছে।
আলোচনার সময় নাম উঠে এসেছে এই লেগ স্পিনার। কিন্তু লিখনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে চরম হতাশ দেখালো লঙ্কান কোচকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিখনকে নিয়ে হাতুরুসিংহে বললেন, ‘এটা চরম হতাশার। তার দক্ষতা আছে, তার শুরুর সময় যেটা আমরা দেখেছি। সে আমাদের হয়ে ম্যাচ জিতেছে।
হাথুরুসিংহে বলনে, তার দ্বিতীয় অথবা তৃতীয় ম্যাচে সে পাঁচ উইকেট নিয়েছিলো। ভারত টেস্টেও বড় দুটি উইকেট নিয়েছিলো সে। এটা বড় হতাশার যে তার পেছনে আমরা যে সময় ও শ্রম দিয়েছি সেটা কাজে আসেনি। ওয়ানডে থেকে টেস্টে ফেরাটা কতোটা কঠিন? এমন প্রশ্নের ব্যাখ্যাতেও লিখনের নাম বললেন হাতুরুসিংহে ‘ওয়ানডে সাফল্যর সাথে টেস্টের সম্পর্ক স্থাপন করাটা বেশ কঠিন। সঠিক সমন্বয় থাকায় আমরা ওয়ানডেতে ভালো করেছি’। টেস্টে যেটা আমরা এখনো পাইনি। এমন বোলার খোঁজার লড়াইয়ে আছি যারা টেস্টে ২০ উইকেট নিতে পারে।
কোচ বলেন, একজন লেগস্পিনারের খোঁজে ছিলাম যে উইকেট নিতে পারে। কিন্তু সে (লিখন) সেটা করতে পারেনি। আমাদের ভালো স্পিনার আছে কিন্তু ২০ উইকেট নেয়ার সমন্বয় নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০