স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষ। পুরস্কার হিসেবে সতীর্থদের ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়ে ছিলেন তিনি। কিন্তুু সেই টাকা আর দেওয়া লাগেনি। উল্টো তিনি নিজেই পেলেন ৫ লাখ টাকা।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের সেমিফাইনাল নিশ্চিতের পরপরই বিশ্বনাথ ঘোষণা দেন, দল ফাইনালে উঠলে সতীর্থ খেলোয়াড়দের তিনি ৫ লাখ টাকা পুরস্কার দেবেন। ভালো খেলেও কুয়েতের বিপক্ষে সেমিফাইনাল জিততে পারেনি জামাল ভুঁইয়ারা।
দল সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় পুরস্কারের টাকা আর দেওয়া লাগেনি বিশ্বনাথের। কিন্তুু এই ফুটবলারের এমন ঘোষণা হৃদয় ছুঁয়ে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের। তিনি তাকেই উল্টো ৫ লাখ টাকা পুরস্কার দেন।
রোববার বাফুফেতে এক অনুষ্ঠানে ফেডারেশন সেমিফাইনাল নিশ্চিত করায় দলের খেলোয়াড়দের ৫০ লাখ টাকা বোনাস দিয়েছে। সেই অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিশ্বনাথ ঘোষকে ৫ লাখ টাকা বিশেষ পুরস্কার দেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post