নিজে নিজেই আউট হলেন কোহলি, পিছিয়ে পড়লো ভারত

0
20

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বিরাট কোহলি দুর্ভাগ্য জনক আউট হয়েছে। নিজের শরীর ভারসাম্য হারিয়ে বাঁ পা দিয়ে স্ট্রাম্প স্পর্শ করায় হিট উইকেট হয়েছেন তিনি। কোহলির এমন আউটকে ভারত পিছিয়ে পড়েছে প্রথম টেস্টে।

সফরকারী ইংল্যান্ডের ৫৩৭ রানের জবাবে প্রথম ইনিংসে ভারত করেছে ৪৮৮ রান।

আদিল রশিদের করা বলটি পুল করেছিলেন বিরাট কোহলি। মিড উইকেটে বল ঠেলে দিয়ে রানের জন্য ছুটেছেন তিনি। এমন সময় উইকেটকিপার জনি বেয়ারস্টোর উল্লাসেই সংবিৎ ফিরল সকলের!

দেখা গেলো ব্যাক-ফুটে শটটি খেলতে গিয়ে শরীরের ভারসাম্য রাখতে পারেননি কোহলি।  বাঁ পা তাঁর লেগে যায় স্টাম্পে। কোহলি আউট—হিট উইকেট। ২০০২ সালের পর এই প্রথম কোনো ভারতীয় ব্যাটসম্যান হিট উইকেট হলেন। অধিনায়ক হিসেবে লালা অমরনাথের পর কোহলিই প্রথম।

রাজকোটে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ৪৮৮ রানে থামাল ইংল্যান্ড। এর আগে রুট, মঈন আলী এবং বেন স্টোকসের শতকে ভর করে প্রথম ইনিংসে ৫৩৭ রান সংগ্রহ করে ইংলিশরা।

জবাবে ৪৮৮ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১২৬ রান করেছেন মুরালি বিজয়। দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ রান এসেছে পুজারার ব্যাট থেকে। এছাড়া অশ্বিনের ৭০ রান দলের সংগ্রহে অবদান রাখে।

ইংলিশদের হয়ে একাই ৪টি উইকেট নিয়েছেন আদিল রশিদ। ২টি করে উইকেট শিকার করেছেন মঈন আলী ও আনসারি। এছাড়া খালি হাতে ফেরেননি ব্রড এবং স্টোকসও।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/ঢাটা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here