নিজস্ব প্রতিবেদকঃ নেদারল্যান্ডসের বিপক্ষেও হারল বাংলাদেশ। শনিবার বাজে ব্যাটিংয়ের খেসারত দিলো সাকিব আল হাসানের দল। কলকাতায় ডাচদের করা ২২৯ রানের জবাবে মাত্র ১৪২ রানে অলআউট হয়েছে টাইগাররা। ৮৭ রানের বড় জয় পেয়েছে চলতি আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া নেদারল্যান্ডস।
২৩০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার মিলে সাবধানী শুরুর চেষ্টাও করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তা কাজে আসেনি। ইনিংসের পঞ্চম ওভারে আরিয়ান দত্তের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি লিটন দাস। তবে বল তার গ্লাভসে লেগে উপরে উঠে গেলে সহজেই তা লুফে নেন উইকেটকিপার স্কট এডওয়ার্ডস। ১২ বলে ৩ রান করে ফিরলেন লিটন।
পরের ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। লোগান ভ্যান বিকের গুড লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে এডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। তরুণ এই বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ১৫ রানে। ১৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের হাল ধরতে পারেন নি মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।
পল ভ্যান মেকেরিনের অফ স্টাম্পের অনেকটা বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ওপেন ব্যাটে খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন শান্ত। ব্যর্থতার বৃত্তে থাকা এই ব্যাটার ডাচদের বিপক্ষে ৯ রানের বেশি করতে পারেননি। আবারও ব্যর্থ সাকিব আল হাসান। মেকেরিনের লাফিয়ে উঠা লেংথ ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে এডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন ৫ রান করা বাংলাদেশের অধিনায়ক।
সাকিবের বিদায়ের পর আউট হয়েছেন এক প্রান্ত আগলে রাখা মিরাজও। বাস ডি লিডের বলের উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ৩৫ রান করা এই ব্যাটার। টিকতে পারেননি মুশফিকুর রহিমও। মেকেরিনের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন তিনি। ৭০ রানে ৬ উইকেট হারানোর পর খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন শেখ মেহেদী ও মাহমুদউল্লাহ। তবে রান আউটে কাটা পড়ে হতাশায় পুড়তে হয় মেহেদীকে।
দ্রুত রান নিতে গিয়ে ডি লিডের দারুণ থ্রোতে ফিরে যেতে হয়েছে ১৭ রান করা মেহেদীকে। তিনি আউট হওয়ার পর চাপে পড়ে রান বের করতে গিয়ে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ডি লিডের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে আউট হয়েছেন ২০ রান করা এই ব্যাটার। শেষদিকে মুস্তাফিজুর রহমানের ২০ ও তাসকিন আহমেদের ১১ রান হারের ব্যবধান কমিয়েছে শুধু। ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নেদারল্যান্ডস পেসার পল ফন মিকেরেন। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান এসেছে এডওয়ার্ডসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ, শরিফুল ও তাসকিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০