স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসর শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে। এই টুর্নামেন্টকে ঘিরে প্লেয়ার্স ড্রাফটের জন্য প্রস্তুত হচ্ছে এলপিএল কর্তৃপক্ষ। তবে এখনও খেলোয়াড় নিবন্ধন করতে বলেনি এলপিএল আয়োজকরা। যদিও এর আগেই প্লেয়ার্স ড্রাফটে কিছু নাম রাখছে।
আর সেই নামগুলোর মধ্যে রয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটারও। তারা হলেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও আফিফ হোসেন ধ্রুব। ড্রাফটের জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধনের আগেই এই তিন বাংলাদেশি তারকার নাম ঘোষণা করেছে এলপিএলের আয়োজকরা। এর মধ্যে সবশেষ এলপিএলে জাফনা কিংসের হয়ে খেলেন আফিফ। সেই দল চ্যাম্পিয়নও হয়েছে আসরে।
আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল। আর এর জন্য টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে ৪ জুন। এর আগে ১৫ মে থেকে প্লেয়ার ড্রাফটের জন্য দেশি-বিদেশি খেলোয়াড় নিবন্ধন শুরু হবে। তবে আনুষ্ঠানিক নিবন্ধনের আগেই তারকা বিদেশিদের নাম নিবন্ধন করে ঘোষণা দেওয়া হয়েছে।
সাকিব, লিটন, আফিফ ছাড়াও এই তালিকায় আছেন উইন্ডিজের ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড, ডার্সি শর্ট, উসমান খাজা, পাকিস্তানের নাসিম শাহ, মোহাম্মদ নওয়াজ, ওয়াহাব রিয়াজ, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসির মতো তারকাদের নাম। সব মিলিয়ে ৮ দেশের ২৪ তারকার নাম জানিয়েছে এলপিএলের আয়োজকরা।
এবারের এলপিএলে অংশ নেবে মোট ৫টি দল। সেই দলগুলো হলো জাফনা কিংস, গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অউরা, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস। দলগুলো ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি নিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা