স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার রাতে দাপুটে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রাজস্থান। দল জিতলেও, রাজস্থান ওপেনার জস বাটলারের দিনটি ভালো যায়নি।
ম্যাচে তিন বল খেলে ডাক মেরে ফিরে যান জস বাটলার। রান না পাওয়ার দিনে পড়েছেন শাস্তির মুখেও। আইপিএলের কোড অব কন্ডাক্টের লেভেল ১ এর ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন বাটলার। আর এর জন্য এই ইংলিশ তারকাকে দেওয়া হয়েছে শাস্তি। ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাটলারকে।
এই প্রসঙ্গে এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়, ‘রাজস্থান রয়্যালসের জস বাটলারকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের ৫৬তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচে তিনি আইপিএলের নীতি ভঙ্গ করেছেন।’
নিজের অপরাধ শিকার করে নিয়েছেন বাটলার। আর এর জন্য আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি। আসরে বেশ ফর্মেই আছেন বাটলার। ১২ ম্যাচ খেলে ১৪২ স্ট্রাইক রেটে করেছেন ৩৯২ রান। নিয়মিতই আরেক ওপেনার যশস্বী জয়সুয়ালের সাথে জুটি বেঁধে রাজস্থানকে দারুণ শুরু এনে দিচ্ছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা