নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। মিরপুরের হোম অব ক্রিকেটে সন্ধ্যা ৭টায় শুরু হবে এই লড়াই।
এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। যেখানে জিতেছেন ফরচুন বরিশাল অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে শাই হোপের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।
আবারও অধিনায়কত্বে পরিবর্তন আনলো বরিশাল। এই ম্যাচে খেলছেন সাকিব আল হাসান। তবুও অধিনায়কত্ব পালন করছেন মিরাজ। এর আগে আসরের নিজেদের প্রথম ম্যাচে মিরাজকে অধিনায়ক করেছিল দলটি। কিন্তু, দল হারায় সাকিবকে দেওয়া হয় পুরোপুরি দায়িত্ব।
এই ম্যাচটি শুধুমাত্রই নিয়ম রক্ষার। কেননা এই ম্যাচের ফলাফল কিছুই পাল্টে দেবে না। আসরের ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে বরিশাল। কোয়ালিফায়ারে যাওয়ার কোনো সমীকরণ নেই দলটির সামনে। অপরদিকে ইতিমধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গেছে খুলনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post