স্পোর্টস ডেস্ক:: গ্র্যান্ডমস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে দিয়ে দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হয়েছেন কিশোর মনন রেজা। নারায়াণগঞ্জের এই কিশোর ১৫ বছর তিন মাস বয়সে আন্তর্জাতিক মাস্টারের খ্যাতি অর্জন করেছেন। এখন তিনিই দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতি মাস্টার। ১৫ বছর ৫ মাস বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়ে যে রেকর্ড এতোদিন ছিলো নিয়াজের।
মমন রেজা গত জুলাইয়ে মাত্র ১৪ বছর বয়সে হয়েছিলেন জাতীয় চ্যাম্পিয়ন। এবার নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। দাবায় বড় স্বপ্ন দেখা রেজা এবার ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন। ১৯৬৬ সালের ১৩ মে জন্ম নিয়াজের। শারজাহতে এশিয়ান জোনাল খেলে নিয়াজ আন্তর্জাতিক মাস্টার হন ১৯৮১ সালের ১৩ অক্টোবর।
নিয়াজ ফিদের সার্টিফিকেট পান ১৯৮২ সালে। তার রেকর্ড ভেঙে দেওয়া মনন রেজার জন্ম ২০১০ সালের ১৮ জুন। গত জুনে ১৫ বছরে পা দিয়েছে। ১৫ বছর তিন মাস বয়সেই আন্তর্জাতিক মাস্টার হয়েছেন তিনি। আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। মননের রেটিং এখন ২৪০০-এর বেশি। হাঙ্গেরিতে অনুষ্ঠানরত গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় কাল ৮ খেলায় ৬ পয়েন্ট পেয়েছে মনন। তাতেই নিজের তৃতীয় ও শেষ আন্তর্জাতিক নর্মটি হয়ে গেছে তার।
অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সুমিতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের এই দাবাড়ু। আজ হাঙ্গেরির পেজেস্তোস ব্লাজাসকে হারাতে পারলে মননের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্মও হয়ে যাবে।
মনন রেজা বাংলাদেশের পঞ্চম আন্তর্জাতিক মাস্টার। জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, ফাহাদ রহমানের পর মনন রেজা। পাঁচজনের মধ্যে ফাহাদের একটি জিএম নর্ম আছে। বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াড শেষে বাংলাদেশের পাঁচ দাবাড়ু নিজ খরচে তিনটি টুর্নামেন্ট খেলছেন সেখানেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০