নিজস্ব প্রতিবেদক: মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার, দলের সাইলেন্ড কিলার হিসাবে রয়েছে তার যথেষ্ট খ্যাতি। সাকিব-তামিমের যুগে টাইমলাইনে খুব একটা না আসলেও নিজের কাজ করে যান সর্বদাই।
সর্বশেষ বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় ওডিআইতে নিজেকে তুলে ধরেছেন আরো উপরে। দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে এসে দায়িত্ব পূর্ণ ইংনিস খেলার পাশাপাশি গড়েছেন সাকিব, তামিম,বাশার, আশরাফুল,মুশফিক এর পর ষষ্ঠ বাংলাদেশী ক্রিকেটার ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক।
টেস্ট -ওডিআই- এবং টি- টোয়েন্টি মিলিয়ে তিনি খেলেছেন মোট ২০৯ টি ইংনিস। করেছেন পাঁচ হাজার রান। রয়েছে তিনটি শতক এবং ত্রিশটি অর্ধশতক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪