নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার ছোয়াতেই বদলে গেছে বাংলাদেশ। তার জনপ্রিয়তাই তুঙ্গে। তাই এমন ঘটনা অবাক করলো সকলকে।
মিরপুরের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙেই মাঠে ঢুকলো মাশরাফি ভক্ত, করমর্দন করে জড়িয়ে ধরলো প্রিয় নেতাকে।
টিভি ফুটেজে দেখা যায়, আফগানিস্তান ইনিংসের ২৮.২ ওভারের খেলা চলছে তখন। বোলিং করছিলেন তাসকিন আহমদ। হঠাৎ এক যুবক দৌড়ে মাঠে প্রবেশ করে এগিয়ে গেলো মাশরাফির দিকে। কিংকর্তব্যবিমূঢ় মাশরাফি বাড়িয়ে দিলেন হাত।
যুবকটির পিছু নিয়ে দ্রুত মাঠে ঢুকলো নিরাপত্তা কর্মীরা। মাশরাফির কাছ থেকে ছিনিয়ে নিতো চাইলো যুবকটিকে, আটকালেন মাশরাফি। হাত মেলানোর পর নিরাপত্তা কর্মীদের হাতে মাশরাফি তার ভক্তকে তুলে দেন। নিরাপত্তা কর্মীরা ওই যুবককে ধরে নিয়ে যান।
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য এক যুবকের এমন প্রবেশে প্রশ্ন উঠতে পারে নিরাপত্তা নিয়ে। যেখানে বাংলাদেশে অবস্থানরত ইংল্যান্ড দল নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে।
মাশরাফি ভক্তের এমন আবেগী কর্মকান্ড যেনো দেশের ক্রিকেটের নিরাপত্তায় কোন প্রভাব না ফেলে সেটাই চাইছেন ক্রিকেট প্রেমীরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০