স্পোর্টস ডেস্ক:: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। কোচিং স্টাফের সদস্যরা মিরপুরে আসছেন না, নিরাপত্তা ঝুঁকির কারণেই তারা হোটেল থেকে বেরুতে পারছেন না।
জাতীয় দলের ক্রিকেটারদের তাই ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করতে হচ্ছে। সুযোগ বুঝে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবিকে প্রস্তাব দেয় নির্ধারিত সময়ের আগেই চলে যাওয়ার জন্য। পিসিবি নিজেদের দেশে অনুশীলন সুযোগ-সুবিধা দেবে বাংলাদেশকে।
বিসিবিও সেই সুযোগ কাজে লাগাতে চায়। তাই আগামিকাল ১১ আগস্ট টেস্ট দল ঘোষণা করে ১২ আগস্টই পাকিস্তান যাবে জাতীয় দল। আগের সূচি অনুযায়ী ১৭ আগস্ট পাকিস্তান যাওয়ার কথা ছিলো নাজমুল হোসেন শান্তর দলের।
তবে দেশের এমন পরিস্থিতিতে পাঁচ দিন আগে বাংলাদেশ দল যাচ্ছে পাকিস্তানে। সিরিজে সফরকারী বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দু’টি টেস্ট খেলবে। আগামি ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০