স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় হারের হতাশার সঙ্গে শাস্তিও পেয়েছে শ্রীলঙ্কা। মন্থর ওভার রেটের কারণে দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ কেটেছে আইসিসি। আইসিসি আজ এক বিবৃতিতে লঙ্কানদের শাস্তির বিষয়টি জানায়।
দিল্লিতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, ফন ডার ডুসেনের সেঞ্চুরির সুবাদে ১০২ রানে জেতে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যের চেয়ে দুই ওভার পিছিয়ে থাকায় আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ লঙ্কানদের এই জরিমানা করেছেন।
মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও শরফৌদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত, থার্ড আম্পায়ার মাইকেল গফ ও ফোর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফের প্রতিবেদনের ভিত্তিতে এই শাস্তি দেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post