Home ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট নির্ধারিত সময়ে টস হতে দেরি

নির্ধারিত সময়ে টস হতে দেরি

0

স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নামছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় হওয়ার কথা ছিল ম্যাচের টস। কিন্তু মাঠ প্রস্তুত না থাকায় নির্ধারিত সময়ে হয়নি টস পর্ব। বৃষ্টি নেই ম্যাচ ভেন্যুর আশেপাশের এলাকায়। জানা গেছে অনেক্ষণ থেকেই বৃষ্টিহীন ডোমিনিকা। তবে যেকোনো সময় আটলান্টিকপাড়ের এই শহরে নামতে পারে ভারী বৃষ্টিপাত। 

এদিকে দুই দলই মাঠে নেমে শেষ মুহূর্তে গা-গরম করে নিচ্ছেন। আম্পায়াররা খুব দ্রুতই মাঠ পরিদর্শন করে ম্যাচ শুরুর সময় জানাবেন। জানা গেছে পুরো ওভারই খেলা হবে। অর্থাৎ কার্টেল ওভার নয়। ইতোমধ্যে আম্পায়াররা দুই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নিকোলাস পুরানের সাথে কথা বলছেন।

পাঁচ বছর পর প্রথম আন্তর্জাতিক ম‌্যাচকে ঘিরে কিছুটা রোমাঞ্চ ছড়িয়েছে ডোমিনিকায়। কিন্তু সেই রোমাঞ্চে পানি ঢেলে দিচ্ছে বেরসিক বৃষ্টি। যদিও মাঠের লড়াইয়ের আগে কঠিন এক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর বৃষ্টি বাগড়ায় কোনো অনুশীলন পর্ব ছাড়াই খেলতে নামতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।

এর আগে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে ভয়ঙ্কর ফেরি যাত্রায় রীতিমত বিধ্বস্ত ছিলেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারসহ বেশ কয়েকজন সদস্য। সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় যাত্রা পথে সমুদ্রের বড় বড় ঢেউ আর ‘মোশন সিকনেসে’ শরিফুল ইসলাম, নুরুল হাসানদের নুইয়ে পড়ার ঘটনা সমর্থকদের মনে বেশ দাগ কেটেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version