নিজস্ব প্রতিবেদকঃ নির্ধারিত হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সময়। বিকাল ৫টা ৪০ মিনিটে শুরু হবে ম্যাচ। ৮ ওভার খেলা হবে। যেখানে আয়ারল্যান্ডকে করতে হবে ১০৪ রান। ডিএলএস মেথডে ম্যাচ অফিসিয়ালরা নির্ধারণ করেছেন এটি।
বৃষ্টি বাঁধা কাটিয়ে ফের মাঠে গড়াতে যাচ্ছে খেলা। এর আগে বাংলাদেশ ইনিংসের ১৯.২ ওভারের সময় বৃষ্টি আসে। ইনিংস শেষ হওয়ার চার বল বাকি থাকতে বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এর আগে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে স্বাগতিকরা। বৃষ্টির কারণে সমাপ্ত হয়ে যায় ইনিংস।
এরপর আর মাঠে নামতে পারেনি দুই দল। খেলা শুরু সম্ভব হয়নি বৃষ্টির কারণে। প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে যাচ্ছে ম্যাচ। ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ৮ ওভারে। টাইগারদের হয়ে একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post