নির্বাচিত হলেন ক্রিকেট বিপিএলের সাত আইকন

0
1

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসর মাঠে গড়াবে ৪ নভেম্বর থেকে। তার আগে ৩০ সেপ্টেম্বর হবে খেলোয়াড় নিলাম। খেলোয়াড় নিলামের আগেই নিশ্চিত হয়ে গেলো বিপিএলের ৭ দল এবং তাদের অাইকন খেলোয়াড়ের তালিকা।

অাইকন খেলোয়াড়ের তালিকা থেকে বাদ পড়েছেন গত বারের অাইকন নাসির হোসেন। নতুন যোগ হয়েছেন সৌম্য সরকার এবং সাব্বির রহমান। তারা দু’জনই খেলবেন যথাক্রমে রংপুর এবং রাজশাহীর হয়ে।

তামিম ইকবাল, সাকিব অাল হাসান এবং মাশরাফি বিন মতুর্জা খেলবেন পুরনো দলের হয়ে যথাক্রমে চিটাগাং ভাইকিংস, ঢাকা ডায়ানামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়ে।

মুশফিকুর রহিম দল পরির্বতন করে খেলবেন বরিশাল বুলসের হয়ে, আর মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন খুলনার হয়ে।

আইকন খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন সাকিব ৫৫ লাখ টাকা। নতুন দুই আইকন পাবেন ৪০ লাখ টাকা টাকা। অন্য ৪ জন পাবেন ৫০ লাখ টাকা করে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here