নির্ভার বাংলাদেশের একাদশে আজ একাধিক পরিবর্তন

0
24

স্পোর্টস ডেস্ক:: সিরিজ জয় নিশ্চিত হয়েছে। আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের মিশনে নামবে বাংলাদেশ দল। নির্ভার টাইগাররা আজ একাদশে আনছে একাধিক পরিবর্তন। সফরের দলে থাকা যারা এখনো একাদশে সুযোগ পাননি তাদেরকে সুযেগা করে দেবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এরই মধ্যে ২-০ ব্যবধানে জিতে গেছে।

দীর্ঘ দিন পর দলে ফেরা এনামুল হক বিজয়, তাইজুল-এবাদতরা আছেন সুযোগের অপেক্ষায়। বাংলাদেশ দল তাই আজ সুযোগ দিচ্ছে অন্যদের। অন্তত পক্ষে বিজয়ের একাদশে ফেরাটা এক প্রকার নিশ্চিতই। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। ‘রেকর্ড’ গড়ে দলে ফিরে আছেন সুযোগের অপেক্ষায়। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সিরিজ জয় নিশ্চিতের পরের জানিয়েছেন, এবার অন্যদের সুযোগ দেবার পালা। শেষ ম্যাচে অনেককেই দেখা যাবে একাদশে।

বাংলাদেশের আগের সিরিজগুলোতে দেখা যেতো একাদশ গঠনে অধিনায়কদের তেমন ভূমিকাই থাকতো না। কখন কে একাদশে আসবেন, সেটা জানতে চাইলে অধিনায়কের কোনো উত্তরই দিতে পারতেন না। তবে এই সিরিজ তামিম ইকবাল নিজের মতোই করে একাদশ সাজাচ্ছেন। এমন কি কাকে খেলানো উচিত, কাকে খেলানোর দরকার নেই সেটাও জানাচ্ছেন নিজের মতো করে। তার এমন সিদ্ধান্তের দেখা মিলছে একাদশ গঠনেও। অথচ অন্য সময়ে অধিনায়ক বা কোনো ক্রিকেটারকে এসব প্রশ্ন করলেই উত্তর আসতো টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত। তারাই জানে।

প্রথম ম্যাচ জয়ের পর তামিম জানিয়ে ছিলেন, একাদশে নতুন করে আসা কাউকে তিনি সুযোগ দিতে চান না। তবে সিরিজ জয় নিশ্চিতের পরপরই তিনি নিজের অবস্থান থেকে সরে আসেন। সিরিজের শেষ ম্যাচ সুযোগ মিলছে এনামুল হক বিজয়সহ আরো কয়েক জনের। দ্বিতীয় ম্যাচ শেষেই তামিম ইকবাল জানিয়েছেন এই তথ্য।

সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে ৬ উইকেটের ব্যবধানে। এরপরই একাদশে এনামুল হক বিজয় না থাকা নিয়ে প্রশ্নের জবাবে তামিম জানিয়ে ছিলেন, বহু দিন থেকে দলে থাকা কাউকে রেখে দলে আসা নতুন কাউকে তিনি সুযোগ দিতে চান না। যারা আগ থেকে দলে ছিলেন, তারা আগে যথেষ্ট সুযোগ পাবেন। তারপর আসবে নতুনদের সুযোগ।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, পরবর্তী ম্যাচে অন্যদের সুযোগ দেওয়া হবে। যারা একাদশে সুযোগ পাচ্ছেন না। তার মতে- নিরাপদ জায়গায় সিরিজ গেলে তবেই পরীক্ষা-নিরীক্ষা চালানো উচিত।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি আইসিসির সুপার লিগের অন্তর্ভূক্ত নয়। তাই সিরিজের শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আসছে। এরকম ম্যাচে, সিরিজ জয় নিশ্চিতের পর অন্যদের দেখার সুযোগ হল বলেও মন্তব্য করেন তিনি। দ্বিতীয় এক দিনের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কতা বলেন টাইগারদের ওয়ানডে দল নেতা তামিম ইকবাল।

তামি ইকবাল বলেন, ‘আমার কাছে এখন সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা মনে হয়, এখন আমাদের সময় এসেছে বেঞ্চে থাকা অন্যদের দেখার জন্য। নরমালি যখন পয়েন্টের খেলা হয়, তখন ওরকম সুযোগ থাকে না, বাট এরকম সিরিজে যদি আপনি আপ টু নিল হয়ে যান, তখন যারা খেলে নাই, অথবা যাদেরকে নিয়ে আমরা অনেক দিন ধরে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া। এটার জন্য যদি ধরেন আমারও এক’দুটা ম্যাচ মিস করতে হয় আমি মনে করি সেটা ভাল। কারণ এই জায়গায় যদি আমরা বেঞ্চে থাকাদের না দেখি, তাহলে আসলে দেখবটা কখন? একাদশের প্লেয়ার কেউ যদি ইনজুরি হয়ে যায়, তখন একটা ছেলে যদি ম্যাচ ছাড়া এসে খেলে তখন সেটা কঠীন। নেক্সট ম্যাচে এরকমটা দেখতে পারেন যে, যারা খেলে নাই ওরা খেলবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here