স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৯২ রানের জবাব বেশ ভালোভাবেই দিচ্ছে শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় দিন শেষে নিজের প্রথম ইনিংসে ৭৭ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৫৭ রান নিয়ে দিন শেষ করেছে লঙ্কানরা। যদিও দিনের শেষটা ভেস্তে গেছে বৃষ্টিতে। সেঞ্চুরি হাঁকিয়ে আউট হয়েছেন অধিনায়ক দিমূথ করুণারত্নে। তবে সেঞ্চুরি হাঁকিয়ে দেড়শ’র পথে নিশান মধুশঙ্কা। এছাড়া সেঞ্চুরি হাঁকানোর পথে রয়েছেন কুশল মেন্ডিস।
গলে আগের দিনের করা বিনা উইকেটে ৮১ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামেন শ্রীলঙ্কার দুই ওপেনার মধুশঙ্কা ও করুণারত্নে। দুজনের দুর্দান্ত ওপেনিং জুটি ভাঙে ২২৮ রানে গিয়ে। অধিনায়ক করুণারত্নেকে ফিরিয়ে অপ্রতিরোধ্য সেই জুটি ভাঙার কারিগর কার্টিস ক্যাম্ফার। প্যাভিলিয়নে ফেরার আগে টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি হাঁকিয়ে ১১৫ রান করে আউট হন করুণারত্নে। ১৩৩ বলের ইনিংসটি তিনি সাজান ১৫ বাউন্ডারিতে।
প্রথম উইকেট ফালাতে পারলেও, দ্বিতীয় উইকেট আর তুলে নিতে পারেনি আইরিশরা। দ্বিতীয় উইকেটে ১২৯ রানের অবিচ্ছিন্ন জুটি করে বৃষ্টিতে দিনের খেলা পরিত্যক্ত হওয়ার আগ পর্যন্ত বাকিটা সময় পার করে দেন ওপেনার নিশান ও টপ অর্ডারে নামা কুশল। দলের রান পার হয়েছে সাড়ে তিনশ। অবশ্য আয়ারল্যান্ডের থেকে এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। আপাত দৃষ্টিতে ড্র’য়ের পথেই এগোচ্ছে ব্যাটিং বান্ধব উইকেটের এই ম্যাচ।
নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দিন শেষে ১৪৯ রানে অপরাজিত আছেন নিশান। ২৩৪ বল খেলে তিনি ১৮ বাউন্ডারি ও ১ ছক্কা হাঁকিয়েছেন এখন পর্যন্ত। নিশানের সাথে অপরপ্রান্তে ৮৩ রান করে অপরাজিত আছেন কুশল। ওয়ানডেসুলভ ব্যাটিংয়ে ৯৬ বলে ৭ বাউন্ডারি ও ৫ ছক্কা হাঁকিয়েছেন এই ডানহাতি তারকা। চতুর্থ দিনে কাল আবার দুজন ব্যাট করতে নামবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা