স্পোর্টস ডেস্ক:: মেসি-এমবাপে ছিলেন। জিততে পারেনি পিএসজি। এরপরই সৌদী আরব সফরে গিয়ে নিষিদ্ধ হন লিওনেল মেসি। তাকে ছাড়াই এবার ফরাসি লিগে দারুণ জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা। মেসি বিহীন ম্যাচে ত্রয়াকে হারিয়েছে তারা।
কিলিয়ান এমবাপেরা ৩-১ গোলে হারিয়েছে ত্রয়াকে। চার গোলের ম্যাচটির প্রথমার্ধে এসেছে এক গোল। দ্বিতীয়ার্ধে তিন গোল। পিছিয়ে পড়া ত্রয়া দ্বিতীয়ার্ধে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি। এই জয়ে লিগ শিরোপা জয়ে পিএসজি আরো এক ধাপ এগিয়ে গেলো।
ম্যাচের শুরুতেই কিলিয়ান এমবাপের গোলে লিড নেয় পিএসজি। ম্যাচের ৮ম মিনিটেই ফরাসি তারকা দলকে এগিয়ে দেন ১-০ গোলে। পিছিয়ে পড়া ত্রয়েস বিরতির আগে ম্যাচে ফিরতে পারেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এগিয়ে থেকেই বিরতিতে যায়।
বিরতির পর ত্রয়েস ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। পিএসজিও ব্যবধান বাড়াতে আক্রমণ বাড়িয়ে দেয়। দ্রুত ব্যবধানও বাড়িয়ে নেয় দলটি। ম্যাচের ৫৯তম মিনিটে বিতিনহার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। এরপরই ব্যবধান কমায় ত্রয়েস। ম্যাচের ৮৩তম মিনিটে জেভিয়ার শ্যাভালেরিনর গোলে ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ২-১।
ত্রয়েস যখন ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠছিলো, ম্যাচের শেষ দিকে ফ্যাবিয়ান রুইজ তাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ব্যবধান কমানোর মিনিট তিনেকের মধ্যে ম্যাচের ৮৬তম মিনিটে ৩-১ গোলে এগিয়ে যায় পিএসজি। বাকী সময়ে আর গোল শোধ দিতে পারেনি ত্রয়েস। হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/০০০
Discussion about this post