স্পোর্টস ডেস্কঃ অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার ঘোষণা দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে তার ২৪ ঘণ্টা না পেরোতেই আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছেন শ্রীলঙ্কার এ অলরাউন্ডার।
অসদাচরণের দায়ে আবার নিষিদ্ধ হয়েছেন হাসারাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করার পর এ শাস্তি পেলেন তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টে খেলা হবে না এই লেগ স্পিনারের।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আম্পায়ারিং নিয়ে সমালোচনা করায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ ছিলেন হাসারাঙ্গা। আম্পায়ারদের অবমাননা করে শাস্তি পেয়েছেন অধিনায়ক কুশল মেন্ডিসও।
সিলেটে প্রথম টেস্ট শুরু আগামী শুক্রবার (২২ মার্চ) থেকে। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা, ওয়ানডেতে একই ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post