নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়াকে, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই বলছেন লুকাকু

0
62

স্পোর্টস ডেস্কঃ জুভেন্টাসের বিপক্ষে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে এক উদযাপন নিয়ে বিপাকে পড়েছিলেন ইন্টার মিলানের তারকা রোমেলু লুকাকু। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তাকে। সেই নিষেধাজ্ঞা বহাল থাকে ইতালির ক্রীড়া আদালতেও। তবে শেষ পর্যন্ত সেখান থেকে মুক্তি পেয়েছেন লুকাকু।

মূলত প্রথম লেগে সেমি-ফাইনালের প্রথম লেগে ম্যাচের শেষ দিকে গোল উদযাপনের জন্য দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ইন্টারকে সমতায় ফিরিয়ে জুভেন্টাস সমর্থকদেরকে ঠোঁটের ওপর আঙুল রেখে মুখ বন্ধ রাখার ইঙ্গিত দেন বেলজিয়াম ফরোয়ার্ড। কিন্তু এমন কাণ্ডকে উসকানিমূলক আখ্যা দিয়ে লুকাকু নিষিদ্ধ করা হয়।

ইতালির ক্রীড়া আদালতে আপিল করেও, লাভ হয়নি। তার লুকাকুর নিষেধাজ্ঞা বহাল রাখে। অথচ তদন্তে উঠে এসেছ এই পেনাল্টি নিতে গিয়ে বর্ণবাদমূলক আচরণের শিকার হন তিনি। আর এই ইন্টার মিলানও প্রতিবাদ জানায় তীব্রভাবে। তাদের দাবি, বর্ণবাদের শিকার হওয়ার পরও লুকাকুকে শাস্তি দেওয়া হয়েছে।

সব তদন্তের পর শনিবার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তুলে নিয়েছেন খোদ ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। ইতালি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে সেই শাস্তি তুলে নেওয়ার কথা জানানো হয়। যার ফলে লুকাকুর সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে আর কোনো বাঁধা নেই।

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ডু প্লেসিস। ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতিকে ধন্যবাদ দিয়েছেন। একইসাথে জানিয়েছেন, এই সিদ্ধান্ত বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের সাথে একাত্মতা।

লুকাকু বলেন, ‘আমি বিশ্বাস করি, ফেডারেশন সভাপতির হস্তক্ষেপেই ন্যায়বিচার পাওয়া সম্ভব হয়েছে। পুরো ক্রীড়া বিশ্ব, এমনকি এর বাইরেও শক্ত একটি বার্তাও ছড়িয়ে দেওয়া গেছে। এতে ফুটে উঠেছে, বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের তাড়না আছে এখানে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here