স্পোর্টস ডেস্ক:: চার বছর পর ঘরের মাঠে ধবলধোলাই হলো বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টি-২০ ম্যাচে ৫ উইকেটে বাংলাদেশকে হারিয়ে ধবলধোলাই করেছে।
আগে ব্যাট করা বাংলাদেশ তানজীদ তামিমের বীরোচিত ইনিংসের পরও ১৫১ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের নিষ্প্রাণ বোলিংয়ে ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ধবলধোলাই নিশ্চিত করে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে লড়াই করেন তানজীদ তামিম। এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে তিনি। অন্য প্রান্তে শুরু থেকেই চলে যাওয়ার আসার মিছিল। দলীয় ২২ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত ১৫১ রানেই অলআউট হয় ইনিংসের শেষ বলে।
নয় চার ও চার ছক্কায় মাত্র ৬২ বলে ৮৯ রানের দারুণ এক জুটি গড়েন তানজীদ তামিম। মাত্র ১১ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। এই ওপেনার ছাড়া মাত্র একজন ব্যাটসম্যান এক অঙ্কের কোটা পেরুতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ করেন দুই ছক্কায় ২২ বলে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেইফার্ড ৩টি ও হোল্ডার ২টি করে উইকেট লাভ করেন।
১৫২ রানের টার্গেটে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ মাত্র পাঁচ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারেই ম্যাচ জিতে যায়। স্বাগতিক বোলাররা কোনো প্রতিরোধই গড়তে পারেননি। ক্যারিবিয়ানদের হয়ে ৩৪ রান করেছেন আমির। রেস্টন চোজ ও অগাস্তের ম্যাচ অনেকটা শেষ করে দেন। দু’জনেই ৫০ রান করে ফিরেন সাজঘরে।
বাংলাদেশের হয়ে রিশাদ ৩টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































