স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করছে শ্রীলঙ্কা। ওপেনার নিসাঙ্কা শুরু থেকে খেলছিলেন সাবলীল। তবে ফিফটির আগে তাঁকে ফেরালেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। লেগ বিফোর হয়ে ফিরেছেন তিনি।
শরিফুলের করা ডেলিভারি নিসাঙ্কার ব্যাটে লাগার আগে প্যাডের লাগে। আবেদনের সাথে আম্পায়ার আউট দিলে দ্রুত রিভিউ নিয়েছিলেন লঙ্কান এই ব্যাটার। কিন্তু তাতে টিকতে পারেননি। আম্পায়ার্স কলের কারণে অবশ্য রিভিউটা রক্ষা পেয়েছে। দলীয় ১০৮ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।
৬০ বলে ৪০ রান করে ফিরেছেন নিসাঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৭ বলে আসে ৭৪ রান। আর সেই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এন দিয়েছেন শরিফুল। নিসাঙ্কা জীবন পেয়েছিলেন ব্যক্তিগত ৩৬ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post