স্পোর্টস ডেস্কঃ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আর সেই ম্যাচের আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
টস জিতেছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। টস জিতে প্রত্যাশিতভাবেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে সুপার ফোরের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নামবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল।
সুপার ফোরের শেষ ম্যাচ এটি। দুই দলের জন্য আনুষ্ঠানিকতার। কেননা ইতিমধ্যেই দুই দলের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। এই ম্যাচ দিয়ে নিজেদেরকে পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা