স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ পর এবার টি-২০ সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। অভিষিক্ত স্পিনার নুরের ‘রেকর্ড’ গড়া বোলিংয়ে আফগানরা জিতেছে ৩৫ রানে। সিরিজের ও তৃতীয় টি-২০ ম্যাচে আফগানিস্তানের হয়ে ‘রেকর্ড’ গড়া বোরিং করেছেন নুর। ৩ ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী আফগানিস্তান।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের অভিষেক ম্যাচে বোলিংয়ে এসেই নুর শিকার শুরু করেন। ৪ ওভারে ১০ রান খরচা করে এই তরুন জিম্বাবুয়ের ৪ ব্যাটারকে শিকার করেছেন। আফগানদের হয়ে অভিষেক টি-২০ তে যা সেরা বোলিং ফিগারের রেকর্ড। নুরের স্পিন ঘূর্ণিতে আফগানদের ১২৫ রান টপকাতে পারেনি জিম্বাবুয়ে। তাদেরকে থামতে হয়েছে ৯ উইকেটে ৯০ রানে।
টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৫ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক মোহাম্মদ নবী। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন আফসার জাজাই। ২০ রান আসে ইসানুল্লার ব্যাট থেকে।
জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ২টি উইকেট লাভ করেন।
১২৬ রানের টার্গেটে খেলতে নামা জিম্বাবুয়ে নুরদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯০ রানের বেশি তুলতে পারেনি। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১৫ রান করেন রায়ার্ন বার্ন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন মাধভেরে। ১৩ রান করে অপরাজিত থাকেন এন্ডুলভু।
আফগানিস্তানের হয়ে নুর ৪টি ও আশরাফ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০