স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৪ গোল করা নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় আছেন দুই নম্বরে। আর ৪ গোল করলেই ছাড়িয়ে যাবেন কিংবদন্তি পেলেকে (৭৭ গোল)।
বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েই ব্রাজিল এসেছে বিশ্বকাপে। ১৭ ম্যাচের ১৪টিতে জিতেছে দলটি; করেছে ৪০ গোল, হজম করেছে মাত্র ৫টি। দলের এমন ফর্মের পেছনে নেইমারের অবদানও ছিল বেশ। করেছেন ৮ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭টি।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা সম্ভাবনায় বড় ভরসা হতে যাচ্ছেন নেইমার। এ প্রসঙ্গে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘নেইমার তো নেইমারই। সে আমাদের সবচেয়ে বড় তারকা। এখন পার্থক্য হলো, তার আশেপাশে তারকা হওয়ার কাছাকাছি থাকা কিছু খেলোয়াড় আছে যারা জ্বলে উঠতে পারে।’
তিতে আরো বলেন, ‘নেইমারের ক্ষেত্রে বড় ব্যাপার হলো, সে এই তরুণদের উন্নতির ধারাটা বোঝে। সে ছেলেদের একটি স্তরে যেতে উৎসাহিত করে। সময় আর অভিজ্ঞতার সঙ্গে মানুষের এই পরিণতিবোধ আসে।’
নেইমার আর ভিনিসিয়ুস প্রসঙ্গে তিতের মন্তব্য। ‘ভিনিসিয়ুসও অমনই এক তারা। নেইমারের শ্রেষ্ঠত্ব হলো, ও নিজেও এই ব্যাপারটা বোঝে, বোঝে দেখেই এসব তরুণদের উন্নতির ব্যাপারে সব সময় সাহায্য করে।’