স্পোর্টস ডেস্কঃ ক্রিস্টোফ গালতিয়ারকে কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গালতিয়ার সঙ্গে পিএসজির চুক্তি ২০২৪ সালের জুন পর্যন্ত। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিগ ওয়ানের দলটি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় গালতিয়ারকে। যেখানে এ ফরাসি কোচ প্যারিসে নেইমারের অনিশ্চিত ভবিষ্যতের বিষয়ে আশার কথা শোনান। গালতিয়ের বলেন, ‘আমি চাই নেইমার আমাদের সঙ্গে থাকুক। সেই বিশ্বমানের খেলোয়াড়, সব ম্যানেজারই তার মতো বিশ্বমানের খেলোয়াড়কে দলে পেতে চাইবে। অবশ্যই, দলে ভারসাম্য থাকতে হবে। আমি তার কাছ থেকে কি চাই সে বিষয়ে স্পষ্ট। আমি নিশ্চিত সে আমাদের সঙ্গে থাকছে। কারণ আমরা প্যারিসে সেরা খেলোয়াড়দের চাই।’
গালতিয়ারের অধীনে ২০১৯ সালে লিগ ওয়ানে রানার্সআপ হয় লিল। পরের বছর তারা লিগ শেষ করে চতুর্থ স্থানে থেকে। ২০২১ সালে পিএসজিকে পেছনে ফেলে তারা জিতে নেয় লিগ শিরোপা। এবার তিনি লিওনেল মেসি-কিলিয়ান এমবাপে-নেইমারদের মত বিশ্ব সেরাদের নিয়ে গঠিত আক্রমণভাগ পাচ্ছেন।
এদিকে ফরাসী সংবাদমাধ্যমে গুঞ্জন চলছিল, এই গ্রীষ্মেই নেইমারকে বিক্রি করে দিতে চায় পিএসজি। শুরুর দিকে ক্লাব ছাড়তে না চাইলেও কদিন ধরে এটাও শোনা যাচ্ছিল, এবার নেইমারও রাজি প্যারিস ত্যাগে। তবে দল ছাড়ার গুঞ্জনের মধ্যেই আগামী ২০২৭ সাল পর্যন্ত পিএসজিতে চুক্তি বেড়েছে এই ব্রাজিলিয়ানের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০