স্পোর্টস ডেস্ক: মেসি সব সময়ই শান্ত। তবে শনিবার রাতে আর শান্ত থাকতে পারেননি। মেসির সহযোগীদের উপর যখন ভ্যালেন্সিয়ার সমর্থকরা বোতল হামলা চালান তখনি তেড়ে যান মেসি। এমন ঘটনাই ঘটেছে গত রাতে।
পেনাল্টি থেকে মেসির জয়সূচক গোলটি উদযাপনের সময়ই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ভ্যালেন্সিয়ার উগ্র কিছু সমর্থক গ্যালারি থেকে মেসি-সুয়ারেজ-নেইমারদের ওপর পানির বোতল ছুঁড়ে মারে।
ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লুইস সুয়ারেজকে বক্সের মধ্যে বাজেভাবে ফাউল করেন স্বাগতিক হিসেবে খেলতে নামা ভ্যালেন্সিয়ার আইমেন আবদুন নুর। রেফারি পেনাল্টির বাশি বাজালে পেনাল্টি শট নেন মেসি। তার বাম পায়ের শট জড়িয়ে যায় ভ্যালেন্সিয়ার জালে। এসময় জয়ের আনন্দেই মেতে ওঠে কাতালানরা।
তখনই গ্যালারি থেকে মেসিদের লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারা হয়। বোতলের আঘাতে কেউ মারাত্মকভাবে আহত না হলে নেইমার আর সুয়ারেজ মাটিতে লুটিয়েও পড়েন। এ সময় উগ্র সমর্থকদের দিকে তেড়ে যান মেসি।