নেইমাররা না থাকাকে দায়ী করছেন পিএসজি কোচ

0
69

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরছিল পিএসজি। ওই হারেই ইউরোপ সেরার লড়াইয়ে শেষ আটে যাওয়ার পথ তাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল।

মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বুধবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগ ছিল প্যারিসিয়ানদের জন্য বাঁচা-মরার লড়াই। প্রথম লেগে ইনজুরির কারণে প্রথমার্ধে খেলতে না পারা এমবাপ্পের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। ওই লড়াইয়েও হেরেছে পিএসজি।

চোটের কারণে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন নেইমার ও প্রেসনেল কিমপেম্বে। স্বাভাবিকভাবে তারা ছিলেন না বায়ার্নের বিপক্ষে দুই লেগে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশের কয়েকজন ফুটবলারকেই না পাওয়াকেই তাই হারের জন্য দায়ী করেছেন পিএসজি কোচ ক্রিস্তোফার গালতিয়ের।

ম্যাচ শেষে পিএসজি কোচ বলেছেন, ‘যখন আমরা সেরা ফুটবলটা খেলছিলাম, তখন গোল করতে পারিনি। এরপর আমরা হাস্যকর একটা গোল খেলাম। দুই লেগেই আমরা গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারকে পাইনি। মূলত এটাই পার্থক্য গড়ে দিয়েছে। এমন ফল হতাশাজনক, কিন্তু আমাদের হজম করে নিতে হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here