স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছে পেরুকে। বুধবার পেরুকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। একমাত্র গোলটি করেন ডিফেন্ডার মারকুইনহোস। তবে সেখানে এসিস্ট করেছেন নেইমার জুনিয়র। ম্যাচের একেবারে শেষ দিকে জয়সূচক গোলটি আসে।
পেরুর ঘরের মাঠ স্তাদিও ন্যাশনাল ডি লিমাতে বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচে ব্রাজিলকে বেশ ভোগায় অফসাইড। দুইবার সফল হয়েও দলকে গোলশূন্য থাকতে হয়েছে অফসাইডের কারণে। ম্যাচের ১৫তম মিনিটে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। তবে রাফিনহার গোল বাতিল হয় অফসাইডের কারণে।
২৮তম মিনিটে দারুণ এক হেডে পেরুর জালে বল জড়ান ফরোয়ার্ড রিচার্লিসন। তবে এবারও অফসাইডের ছোবলে পড়তে হয় সেলেসাওদের। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও একই পথে যাচ্ছিল ম্যাচ। একটা সময় ম্যাচে নিশ্চিত ড্র ধরে নিচ্ছিল সবাই।
তবে ম্যাচের একেবারে শেষদিকে কর্নার পায় ব্রাজিল। আর ম্যাচের অন্তিম সময়ে ৯০তম মিনিটে সেই সুযোগ দারুণভাবে কাজে লাগায় অতিথিরা। কর্নার কিক করে ডি বক্সের ভেতরে গোল লাইনের আগে বল বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আর সেখান থেকে হেডের মাধ্যমে গোল করেন মারকুইনহোস। এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয় শেষ পর্যন্ত। পেরুও ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি।
পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রাখে ব্রাজিল। সাম্বা ফুটবলের দেশটি সব মিলিয়ে ৯টি শট নেয় পেরুর গোলবারের দিকে। যার মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে। অপরদিকে ৩৭ শতাংশ বল দখলে রাখা পেরু সব মিলিয়ে ৬টি শট নিতে পারে ব্রাজিলের গোলবারের দিকে। তবে কোনো বলই লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিকরা।
এই ম্যাচের পর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও, গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুই নম্বরে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post