নেইমারের জোড়া গোলের দিনে ব্রাজিলের বিশাল জয়

0
15

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। দলের গোল বন্যার দিনে জোড়া গোল করেছেন নেইমার জুনিয়র। অবশ্য এই সুপারস্টার পেনাল্টি থেকে গোল করেছেন।

ব্রাজিলের হয়ে বাকি তিনটি গোলের একটি করেছেন রিচার্লিসন, অপর দুটি করেছেন শেষদিকে বদলি নামা ফিলিপে কৌতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচে আরও অন্তত কয়েকটি গোল দিতে পারত সাম্বা ফুটবলের কারিগররা। তবে সেক্ষেত্রে কখনো বাঁধা হয়ে দাঁড়ায় গোলবার, কখনো আবার গোলরক্ষক-ডিফেন্ডার। এদিকে দক্ষিণ কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হুয়াং উই-জো।

নিজেদের ঘরের মাঠে ব্রাজিলের কাছে পাত্তায়ই পায়নি দক্ষিণ কোরিয়া। পূর্ণ শক্তির ব্রাজিল দলের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। যেখানে গোল করেন রিচার্লিসন। তবে ৩১তম মিনিটে সেই গোল শোধ করে কিছুটা লড়াইয়ের আভাস দেয় দক্ষিণ কোরিয়া। হুয়াং উই-জো গোলটি করেন।

কিন্তু বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ভিআরএরের কল্যাণে ডি-বক্সের ভেতর ফাউলের সৌজন্যে পেনাল্টি পায় অতিথিরা। যদিও সেটি নিয়ে খানিকটা বিতর্ক তৈরি হয়। তবে রেফারির সিদ্ধান্তে ৪২তম মিনিটে স্পট কিক থেকে গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি নেইমার। ২-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফেরার পর একচ্ছত্র আধিপত্য দেখায় ব্রাজিল দল। ম্যাচে আরও তিনটি গোল করে অতিথিরা। ৫৭ তম মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করেন নেইমার। এরপর ৮০তম মিনিটে গোলের দেখা পান নেইমারের বদলি হিসেবে নামা কৌতিনহো। আর নির্ধারিত ৯০ মিনিট সময় শেষে যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় গোল করেন রাফিনহার বদলি নামা জেসুস।

গোল পেতে পারতেন থিয়াগো সিলভা ও রাফিনহাও। তবে গোলপোস্টে লেগে আটকে যায় সেটি। এছাড়া ম্যাচের শেষ দিকে রিচার্লিসনের বদলি নামা ভিনিসিয়াস জুনিয়রও খানিক ঝলক দেখিয়েছেন। তবে ভাগ্য সুপ্রসন্ন না থাকায় গোল পাননি তিনি। ম্যাচের ফলাফল দেখে বেশ পরিবর্তন এনেছেন কোচ তিতে। ৬টি পরিবর্তন এনেছেন শেষ দিকে।

শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচজুড়ে ৬০ শতাংশ বল দখলে রেখে সব মিলিয়ে ২৫টি শট নেন ব্রাজিলের ফুটবলাররা। যার মধ্যে ৯টি অন টার্গেটে রাখতে পারে দল। অপরদিকে ৪০ শতাংশ বল দখলে রাখা দক্ষিণ কোরিয়া মোট ৭টি শট নিতে পারে। যার মধ্যে ৬টি রাখতে পারে অন টার্গেটে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here