স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ ক্লাব পিএসজির সমর্থক নেইমারের বাসার সামনে গিয়ে তাকে ক্লাব ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। ফরাসী গণমাধ্যম জানিয়েছে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় কয়েক’শ সমর্থক নেইমার ছাড়াও লিওনেল মেসির বিরুদ্ধে মিছিল দিয়েছেন। এছাড়া ক্লাব প্রধান নাসের আল খেলাইফির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
তবে ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার নেইমার ও অন্যদের প্রতি সমর্থন জানিয়েছে পিএসজি। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা তাদের বিবৃতিতে লিখেছে, ‘বুধবার কিছু মানুষের অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে পিএসজি। মতের ভিন্নতা যাই হোক না কেন, কোনো কিছুই এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। ক্লাব এই ধরনের বাজে আচরণের শিকার হওয়া খেলোয়াড়, স্টাফদের পাশে আছে।’
নেইমারের বাসার সামনে যাওয়ার আগে বিক্ষুব্ধ সমর্থকরা ক্লাবটির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে ক্লাবের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার নিশ্চিত করেছেন। এমনকি মিছিল শেষ করে সমর্থকরা চলে গেছেন বলে ইন্সটাগ্রামে এক স্টোরিতে লিখেছেন ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post