নেইমারের ব্যক্তিগত বিমানের জরুরী অবতরণ

0
31

স্পোর্টস ডেস্ক:: ছুটিতে ছিলেন নেইমার। ছুটি শেষে বার্বাডোজ থেকে ফিরছিলেন নিজ দেশে। এমন সময় পিএসজি তারকার ব্যক্তিগত বিমানটি জরুরী অবতরণ করেছেন। তবে টিক কি কারণে তার বিমানটি জরুরী অবতরণ করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

ইংলিশ একটি গণমাধ্যম জানিয়েছে, নেইমারের ব্যক্তিগত বিমান জরুরী অবতরণের খবরটি। বিমানে উঠার আগে নিজের বোনের সঙ্গে তুলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এই তারকা। রানওয়েতে তুলা ছিলো ছবিটি। বিমানে উঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিও দেন তিনি।

বিলাসি জীবনেই অভ্যস্ত নেইমার। যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করেন ব্যক্তিগত বিমান। তবে ওই বিমানে নেইমার ছিলেন কিনা সেটি হবে নিশ্চিত হওয়া যায়নি। ব্যস্ত মৌসুমের শেষে ব্রাজিলিয়ান তারকা অবসর সময় কাটাচ্ছেন।

বার্বাডোজ থেকে ব্রাজিলে যাচ্ছিলো বিমানটি। আকাশে ওড়ার অবস্থায় বিমানে ঝাঁকুনী শুরু হয়। পাইলট জরুরী অবতরণের সিদ্ধান্ত নেন এবং ব্রাজিলের কর্তৃপক্ষ সেই অনুমতিও দেয়। এরপরই দেশটির উত্তর-পূর্ব অংশের স্থানীয় একটি বিমানবন্দরে পাইলট নিরাপদেই জরুরী অবতরণ করান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here