নেইমারে ব্রাজিলের দুর্দান্ত জয়

0
28

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের নবম রাউন্ডে বলিভিয়ার বিপক্ষে নেইমারের দুর্দান্ত পারর্ফমে নিজেদের মাঠে বড় জয় পেয়েছে ব্রাজিল। বলিভিয়াকে তারা হারিয়েছে ৫-০ গোলের বড় ব্যাবধানে।

খেলার প্রথমার্ধেই নেইমার ,কৌতিনহো, লুইজ, এবং গ্যাব্রিয়ালের লক্ষ্যভেদে ৪-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে নেইমার -অালভেজরা। যার মধ্যে নেইমারের ২ টি এসিস্ট করেন।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই বড় ধাক্বা খায় ব্রাজিল ৬৩ মিনিটে ইন্জুরি নিয়ে মাঠ ছাড়েন নেইমার। তার পরির্বতে মাঠে নামেন উইলিয়ান।

৭৫ মিনিটে ফিরমিনোর লক্ষ্যভেদে স্কোরলাইন ৫-০ করে ব্রাজিল।

এই জয়ের ফলে নবম রাউন্ড শেষে পাঁচ জয়, তিন ড্র এবং এক হারে ব্রাজিলের সংগ্রহ ১৮ পয়েন্ট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here